Last Updated: Wednesday, March 28, 2012, 15:02
লিগ শীর্ষে থাকা ডেম্পোর সঙ্গে মোহনবাগানের পয়েন্টের পার্থক্য ৮ হলেও, এখনও চ্যাম্পিয়নশিপের আশা ছাড়ছেন না অধিনায়ক ব্যারেটো। তাঁর মতে, ফুটবলে সবকিছু সম্ভব। তাছাড়া ডেম্পো বাকি ৫টা ম্যাচই ডার্বির মত শক্তিশালী ম্যাচ। তাই মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার সোনালি রেখা এখনও দেখছেন ব্যারেটো।