ফেসবুকে লাইব চ্যাটে ভক্তের সংখ্যায় সলমন, আমির, অমিতাভকে ছাপিয়ে গেলেন দীপিকা

ফেসবুকে লাইভ চ্যাটে ভক্তের সংখ্যায় সলমন, আমির, অমিতাভকে ছাপিয়ে গেলেন দীপিকা

ফেসবুকে লাইভ চ্যাটে ভক্তের সংখ্যায় সলমন, আমির, অমিতাভকে ছাপিয়ে গেলেন দীপিকাফেসবুকে লাইভ ওয়েব চ্যাটে ১ কোটি ১৫ লক্ষ ভক্তকে আমন্ত্রণ জানালেন দীপিকা পাডুকোন। এই বিপুল সংখ্যক ফলোয়ার নিয়ে সলমন, আমির, এমনকী অমিতাভকেও ছাপিয়ে গেলন দীপিকা।

ফেসবুকে সলমনের ফলোয়ার সংখ্যা ১৪,৮১১,৭১৮, আমিরের ১১,৫৯৭,৫৬৩ ও অমিতাভের ১০,৫১৮,৫৭৭। লাইভ চ্যাটের এক ঘণ্টা আগে নিজের কভার ফটোও আপডেট করেন দীপিকা। এ দিন লাইভ চ্যাটে ভক্তদের ধন্যবাদ জানান দীপিকা। আপাতত হ্যাপি নিউ ইয়ার ছবির শুটিংয়ে ব্যস্ত দীপিকা। দীওয়ালিতে মুক্তি পাবে হ্যাপি নিউ ইয়ার। ছবিতে রয়েছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, বোমান ইরানি ও সোনু সুদ। ছবিটি পরিচালনা করেছেন ফারহা খান।

First Published: Wednesday, March 26, 2014, 23:52


comments powered by Disqus