ইস্টবেঙ্গলের ড্র, অচেনাই লাগল মরগ্যানের দলকে

ইস্টবেঙ্গলের ড্র, স্পোর্টিং গাঁটে ফের হোঁচট

ইস্টবেঙ্গলের ড্র, স্পোর্টিং গাঁটে ফের হোঁচটইস্টবেঙ্গল (০) স্পোর্টিং গোয়া (০)
আই লিগের শুরুতেই পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। স্পোর্টিং ক্লাব দি গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ফলে ড্র করল ফেড কাপ জয়ী দল। ফেডারেশন কাপের পর আবার আইলিগেও স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল। অবশ্য রবিবার চিডি, মেহতাবরা এমন খেললেন যা দেখে কোচ মরগ্যান গোয়ার মাটি থেকে এক পয়েন্ট পেয়ে খুব একটা অসন্তুষ্ট হবেন না। খেলার একেবারে ডিফেন্সের দোষে খেলার শেষদিকে ইস্টবেঙ্গল গোল হজম করলে বলার কিছু থাকত না। অবশ্য সারা ম্যাচ জুড়ে এরকম ভুল লাল হলুদ ফুটবলাররা আরও বেশ কয়েকবার করেছেন। আজকের ইস্টবেঙ্গলকে দেখে বোঝাই যায়নি এই দলটাই ক`দিন আগেই গোয়ার দলগুলোকে উড়িয়ে দিয়ে ভারতসেরা ক্লাবের ট্রফি জিতেছিল। চিডিকেও সেই রণমূর্তিতে পাওয়া গেল না।
কালু-কেইটা-বংদের মাঠের বাইরে বসিয়েই ঘরের মাঠে দল নামিয়েছিলেন কোচ একেন্দ্র সিং। স্থানীয় ছেলেদের নিয়ে কিভাবে চ্যাম্পিয়ন দলকে রোখা যায়,তা দেখিয়ে দিলেন একেন্দ্র। পেন-মেহতাব-চিডিদের আক্রমণ সঠিক পথেই এগোচ্ছিল। কিন্তু কমলাবাহিনীর বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলছিলেন লাল হলুদ ফুটবলাররা। প্রথমার্ধে চাপ সামলানোর পর দ্বিতীয়ার্ধে স্পোর্টিং চলে যায় আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলে। প্রতিপক্ষের বক্সে ডিফেন্সের জটলা ভাঙতে মরগ্যান বাড়ালেন আক্রমনে লোক। আটজনে সামলানো স্পোর্টিং ডিফেন্সকে তছনছ করার জন্য রবিন-টিডির সঙ্গে জুড়ে দেওয়া হল বলজিতকে। কিন্তু কর্নার থেকে শুরু করে দুরন্ত মুভমেন্ট-সবকটিতেই গোলের সুযোগ হেলায় নষ্ট করার খেসারত দিল ইস্টবেঙ্গল।







First Published: Sunday, October 7, 2012, 21:28


comments powered by Disqus