আই লিগের শুরুতে মরগ্যানদের আসল প্রতিপক্ষ মাঠই

আই লিগের শুরুতে মরগ্যানদের আসল প্রতিপক্ষ মাঠই

আই লিগের শুরুতে মরগ্যানদের আসল প্রতিপক্ষ মাঠইগোয়ায় স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে আইলিগ অভিযান শুরুর আগে মাঠ নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।সংস্কারের জন্য এবার গোয়ার পরিচিত ফতোদরা স্টেডিয়ামে ম্যাচ হচ্ছেনা।গোয়ায় যাবতীয় ম্যাচ হবে তিলক ময়দানে।নবরূপে সজ্জিত এই স্টেডিয়ামে রয়েছে ফ্লাডলাইটও।রবিবার সন্ধে সাড়ে ছটায় ইস্টবেঙ্গল-স্পোর্টিং ক্লাব দ্য গোয়া ম্যাচ।প্রতিপক্ষ নিয়ে ধারনা থাকলেও,অচেনা মাঠ কপালে ভাঁজ ফেলছে মরগ্যানের।
 

কোচের মত মাঠ নিয়ে অত চিন্তা নেই অধিনায়ক সঞ্জু প্রধানের।বরং ফেডারেশন কাপে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলায় কালু-কেইটাদের বিরুদ্ধে সুবিধা হবে বলেই মনে করেন সঞ্জু।
 
আইলিগের প্রথম ম্যাচের জন্য আঠারোজনের দলে ঢুকলেন রবিন সিং।ফেডকাপ জয়ের পর আইলিগের প্রথম ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙা হবে কিনা,তা নিয়ে খোদ মরগ্যানই দ্বিধায় ছিলেন।বিশেষ করে,রবিন সিংয়ের দলে অন্তর্ভুক্তি নিয়ে ছিল প্রশ্ন।কিন্তু ডিফেন্ডার গুরবিন্দর চোটের জন্য যাচ্ছেননা।বদলে যাচ্ছেন রবিন সিং।স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের ফেড কাপের কুড়িজনের দল থেকে এছাড়া বাদ পড়েছেন লেন ও সুবোধকুমার। 
 
 
শুক্রবারই গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে দল।খেলা রবিবার।আইলিগের প্রথম ম্যাচেও আঠারোজনের দলে জায়গা হল না কেভিন লোবোর।গোয়ার দলে সুযোগ পেলেও চোট রয়েছে খাবরারও।
কোভারম্যান্সের স্ট্র্যাটেজিতে নেহরু কাপ জিতে উঠেই মরগ্যানের ট্যাকটিক্সে মানিয়ে নিয়ে ফেডারেশন কাপ জয়।ইস্টবেঙ্গলের জাতীয় দলের ফুটবলার মেহতাব-সঞ্জুরা দুই কোচের দুই আলাদা স্ট্র্যাটেজিতে মানিয়ে নিয়ে সাফল্য পেয়েই চলেছেন। আবার জাতীয় দলের হয়ে দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে হবে আইলিগের দুটি ম্যাচ পরেই।মানে ফের মরগ্যানের সংসার ছেড়ে কোভারম্যান্সের দুর্গে।মেহতাবদের দাবি,ভিন্ন কোচিং স্টাইলে ঘনঘন খেলায় সুবিধাই হচ্ছে তাঁদের। জাতীয় দলের ম্যাচ চলাকালীন বন্ধ থাকবে আইলিগ।সেইসময় স্থানীয় লিগে দলের রিজার্ভ বেঞ্চকে পরখ করে নিতে চান কোচ মরগ্যান।
একটা সময় চুক্তি থাকা সত্বেও কোচের পদ থেকে ট্রেভর মরগ্যানকে সরাতে উঠে পড়ে লেগেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা।সেই মরগ্যানের সঙ্গেই এখন দীর্ঘমেয়াদি চুক্তি করতে প্রস্তুত ইস্টবেঙ্গল ক্লাব।তবে তাতে মরগ্যান রাজি হবেন কি না,তা ব্রিটিশ কোচের উপরই ছাড়ছেন স্পনসর।ক্লাবের চেয়ারম্যান বিজয় মালিয়ার উপস্থিতিতে তিন বছরের চুক্তি করেছিলেন মরগ্যান।ধারাবাহিক সাফল্যের পর মরগ্যানে মজেছেন কর্তারা।ক্লাবে ইউ বি গ্রুপের প্রতিনিধি অমিত সেন বলছেন,দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়টি তারা মরগ্যানের উপরই ছাড়ছেন।
২০১৪ সালের মে মাস পর্যন্ত মরগ্যানের সঙ্গে চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের।যা শেষ হতে এখনও দেড় বছর বাকি।কলকাতা ফুটবলে যা অনেকটা সময়।পরিস্থিতি যে বদল হবে না তা কেউ বলতে পারে না।

First Published: Thursday, October 4, 2012, 16:38


comments powered by Disqus