লোকসভা ভোটের আগে বড়সড় নাশকতার ছক বানচাল, গ্রেফতার ৪ জঙ্গি

লোকসভা ভোটের আগে বড়সড় নাশকতার ছক বানচাল, গ্রেফতার ৪ জঙ্গি

লোকসভা ভোটের আগে বড়সড় নাশকতার ছক বানচাল, গ্রেফতার ৪ জঙ্গিলোকসভা ভোটের আগে বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিস। রাজস্থানে পুলিসের জালে ধরা পড়ল ইয়াসিন ভাটকল ঘনিষ্ট ওয়াকাস সহ চার ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি। রাজস্থানের জয়পুর ও যোধপুর থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের রাজস্থান পুলিসের সাহায্য নিয়েছে দিল্লি এটিএস।

ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমান বিস্ফোরকও উদ্ধার হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ কোনও জায়গায় এই জঙ্গিরা নাশকতার ছক কষেছিল বলেই মনে করছে পুলিস। ভাটকল ঘনিষ্ট ওয়াকফ দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি নাশকতায় অভিযুক্ত। ২০১১ সালের মুম্বইয়ের জাভেরি বাজার ও দিলসুখনগরের বিস্ফোরণের ঘটনাতেও মূল অভিযুক্ত ওয়াকফ। চার জঙ্গির গ্রেফতারকে বড়সর সাফল্য বলে দাবি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে।

First Published: Sunday, March 23, 2014, 14:35


comments powered by Disqus