Last Updated: Friday, November 16, 2012, 18:33
২০০৮ সালে টুজির লাইসেন্স আর স্পেকট্রামের যথোপযুক্ত নিলাম না হওয়ায় দেশের ১.৭৬ কোটি টাকা ক্ষতি হয়েছে। সিএজির তোলা এই দাবিকে খণ্ডন করতে এই সপ্তাহে স্পেকট্রাম থেকে আয়ের দলিল পেশ করলেন কেন্দ্র। শুক্রবার চিদাম্বরম ও কপিল সিব্বলের যৌথ সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানান, "টুজি স্পেকট্রাম প্রসঙ্গে সিএজির তোলা হিসেব সম্পূর্ণ মিথ্যা।" কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বল আরও এক পা এগিয়ে দাবি তুলেছে, সিএজির এহেন মন্তব্যে ভারতীয় টেলিকম শিল্পের ভাবমূর্তিতে আঘাত লেগেছে।