Last Updated: August 24, 2013 12:05

পুরসভার মেয়াদ পেরিয়ে গেছে। পুরসভা দেখভালের দায়িত্ব বর্তেছে জেলা প্রশাসনের ওপর। আর তাতেই সমস্যায় পড়েছেন উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার বাসিন্দারা। ছোটখাটো সমস্যা নিয়েও তাঁদের ছুটতে হচ্ছে হাবড়া পুরসভার দায়িত্বে থাকা বারাসতের মহকুমা শাসকের কাছে।
হাবড়া পুরসভা। জুলাই মাসেই পেরিয়ে গেছে ভোটের মেয়াদ। এখনও ভোট হয়নি। জনপ্রতিনিধির পরিবর্তে পুরসভার দায়িত্বভার সামলাচ্ছেন বারাসতের মহকুমা শাসক। আর তার জেরেই দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। নিকাশি থেকে শুরু করে বাড়ির প্ল্যান অনুমোদন টুকিটাকি যেকোনও সমস্যাতেই বাসিন্দাদের ছুটতে হচ্ছে মহকুমা সদর বারাসতে। সঠিক সময়ে ভোট হলেই এই দুর্ভোগ পোহাতে হত না বলেই অভিযোগ বাসিন্দাদের।
তৃণমূল কংগ্রেস পরিচালিত হাড়োয়া পুরবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তপতি দত্ত স্বীকার করে নিয়েছেন বাসিন্দাদারে এই দুর্ভোগের কথা। পুরসভা ভোট বিলম্বের জন্য সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।
First Published: Saturday, August 24, 2013, 12:05