Last Updated: Monday, April 9, 2012, 14:54
পেট্রোল পাম্পে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেল ছয়জন দুষ্কৃতী। এরপর চলল বেধড়ক মারধর। ঘটনা পূর্ব মেদিনীপুরের তমলুকের শাবলআড়া গ্রামে। রবিবার রাতে ওই দুষ্কৃতীরা ডাকাতি করতে যায় স্থানীয় একটি পেট্রোল পাম্পে। পাম্পের কর্মীদের মারধর করে তারা। পাম্পে ভাঙচুরও করা হয়।