বাংলাদেশকে দুরমুশ করে টি-২০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল ধোনি বাহিনী

বাংলাদেশকে দুরমুশ করে টি-২০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল ধোনি বাহিনী

বাংলাদেশকে দুরমুশ করে টি-২০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল ধোনি বাহিনীদেশে এখন সুপ্রিম কোর্টের ঠেলায় ক্রিকেট নিয়ে মহা সোরগোল। আইপিএল কেলেঙ্কারির চোটে বিতর্ক আর কলঙ্ক হাত ধরাধরি করে ঘিরে ধরেছে ভারতীয় ক্রিকেটকে। তবে সেই বিতর্কের আঁচ সীমানা টপকে প্রতিবেশী দেশে বিশ্বকাপ যুদ্ধে মত্ত ভারতীয় ক্রিকেট দলের উপর কোনও প্রভাবই ফেলতে পারেনি তার সাক্ষাৎ প্রমাণ মিললো মীরপুরে। বাংলাদেশকে আট উইকেটে দুরমুশ করে ধোনি বাহিনী বেশ অবলীলায় টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল।

শুক্রবার বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে জায়গা পাকা করে টিম ইন্ডিয়া। আবারও দাপট দেখালো রোহিত-কোহলি জুটি। এদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৮ রান করে বাংলাদেশ। আবারও দুরন্ত পারফর্ম করেন অমিত মিশ্র। তিনটি উইকেট পেয়েছেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অপরাজিত সাতান্ন রান করেন বিরাট কোহলি। ছাপান্ন রান করে আউট হন রোহিত শর্মা। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত।

First Published: Friday, March 28, 2014, 23:09


comments powered by Disqus