Last Updated: Tuesday, August 27, 2013, 15:40
ফের পতনের নয়া রেকর্ড কায়েম করল টাকা। প্রতি মার্কিন ডলার পিছু টাকার মূল্য ৬৬.৭ পয়সা দাঁড়াল। ডলারের তীব্র চাহিদা বৃদ্ধিই এই পতনের মূল কারণ বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। আজ সকালে বাজার খোলার সময় ডলার পিছু টাকার মূল্য ছিল ৬৪.৭৫ টাকা। সেখান থেকে দিনের দ্বিতীয়ার্ধেই টাকার ১.৭৪% পতন হল।