`ঝলক`-এর পর এবার `ইন্ডিয়াস গট ট্যালেন্ট`-এর বিচারক করণ

`ঝলক`-এর পর এবার `ইন্ডিয়াস গট ট্যালেন্ট`-এর বিচারক করণ

`ঝলক`-এর পর এবার `ইন্ডিয়াস গট ট্যালেন্ট`-এর বিচারক করণবছরের শুর থেকেই শোনা যাচ্ছিল এবার নাকি রিয়োলিটি শো-এর বিচারকের ভূমিকায় ছোটপর্দায় নতুন ইনিংস শুরু করছেন করণ জোহর। `ঝলক দিখলা যা ফাইভ`-এ বিচারকের ভূমিকায় ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছেন করণ। এবার তিনি বসবেন `ইন্ডিয়াস গট ট্যালেন্ট`-এর বিচারকদের আসনে।

সম্প্রতি করণ টুইট করেছেন, `ইন্ডিয়াস গট ট্যালেন্ট ফোর`‍‍‌!!! একের পর এক টেলিভিশন শো`। `ইন্ডিয়াস গট ট্যালেন্ট`-এর আগের সেশন গুলিতে বিচারকের আসন আলোকিত করেছিলেন ধর্মেন্দ্র, কিরণ খের ও সোনালি বেন্দ্রে। শোনা যাচ্ছে, এবার নাকি ধর্মন্দ্রর জায়গায় আসতে চলেছেন করণ। আর সোনালি বেন্দ্রের পরিবর্তে এবার আসছেন মালাইকো আরোরা খান। তবে কিরণ খের এখনও অপরিবর্তিত আছেন বলেই খবর।

বিচারকের আসনে এই বছরই প্রথম অবতীর্ণ হলেও একসময়ের টিআরপি শীর্ষে ছিল তাঁর চ্যাট শো `কফি উইথ কারণ।` এছাড়াও `লিফ্‍ট করা দে` নামক একটি অনুষ্ঠানেরও সঞ্চালক ছিলেন তিনি।

First Published: Wednesday, August 29, 2012, 15:53


comments powered by Disqus