Last Updated: Friday, June 20, 2014, 19:09
ইস্ট-ওয়েস্ট মেট্রোর জট কাটাতে উদ্যোগী হলেন খোদ বিচারপতি দীপঙ্কর দত্ত। আগামি দশই জুলাই সমস্ত পক্ষকে নিয়ে বৈঠকে বসবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবে রাজ্য, মেট্রো, নির্মাণ সংস্থা এবং ইন্ডিয়ান অয়েলের প্রতিনিধি।আদালতের নির্দেশেই গত বারোই জুন মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসেছিল রাজ্য। তাতে মহাকরণ স্টেশন নিয়ে জট সাময়িকভাবে কাটেও।