নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যালঘু হয়ে পড়ল আপ সরকার

নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যালঘু হয়ে পড়ল আপ সরকার

নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যালঘু হয়ে পড়ল আপ সরকারবিপদ বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের। রাজধানীতে আম আদমি পার্টির সরকারের উপর থেকে নির্দল বিধায়ক রামবীর সোকিন সমর্থন প্রত্যাহার করে নিলেন।

আজই লেফটেনেন্ট গর্ভনর নাজীব জঙের সঙ্গে সাক্ষাৎ করে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দেবেন সোকিনর এর ফলে ৭০ সদস্যের বিধানসভায় কেজরিওয়ালের সরকারের সমর্থন সংখ্যা নেমে দাঁড়াল ৩৫। সংখ্যাগরিষ্ঠতার জন্য চাই ৩৬ জন বিধায়কের।

নির্দল বিধায়ক রামবীর সোকিনের বক্তব্য, কেজরিওয়াল জনগণের কাছে রাখা কোনও প্রতিশ্রুতিই রাখছেন না। জনলোকপাল বিল ইস্যুতে কেজরিওয়ালের ভূমিকার নিন্দাও করেন সোকিন। এখন সরকার বাঁচাতে নতুন ফর্মুলার কথা বাবতে হবে কেজরিওয়ালকে।

First Published: Monday, February 10, 2014, 16:09


comments powered by Disqus