বিশ্বকাপ মাতাতে চোট কাটিয়ে মাঠে ফিরছেন সি আর সেভেন

বিশ্বকাপ মাতাতে চোট কাটিয়ে মাঠে ফিরছেন সি আর সেভেন

বিশ্বকাপ মাতাতে চোট কাটিয়ে মাঠে ফিরছেন সি আর সেভেনআর কোনও সংশয় নেই। চোট কাটিয়ে মাঠে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানিয়েছেন রোনাল্ডো সতীর্থ উইলিয়াম কারভালো। গ্রুপ জির ম্যাচে প্রতিপক্ষ জার্মানির সঙ্গে খেলায় প্রথম থেকেই দেখা যাবে পর্তুগাল তারকাকে।বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিটনেস ঘিরে সংশয় বাড়ছিল ।

বৃহস্পতিবার পর্তুগালের অনুশীলন চলাকলীন মাঠ ছেড়ে বেড়িয়ে যান সিআরসেভেন। শেষ প্রস্তুতি ম্যাচে এক ঘন্টারও বেশি সময় খেলে পর্তুগালের সেরা তারকা বুঝিয়েছিলেন তার ফিটনেসের উন্নতি হয়েছে। তবে বৃহস্পতিবারের পর রোনাল্ডোকে ঘিরে ফের আশঙ্কা বাড়ে। শুরুতে সতীর্থদের সঙ্গে ফিজিক্যাল ট্রেনিং করলেও বল পায়ে অনুশীলন করতে পারেননি । বা পায়ের হাঁটুতে আইস প্যাক বাধা অবস্থাতেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। লা লিগার ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর একমাস ধরেই ভুগছিলেন বিশ্বের সেরা ফুটবলার। তবে চোট সমস্যা কাটিয়ে পর্তুগাল তারকা এখন পুরোপুরি ফিট বলে জানিয়েছেন রোনাল্ডো সতীর্থ উইলিয়াম কারভালো। সোমবার গ্রুপ জির ম্যাচে তাই রোনাল্ডো ম্যাজিকেই ভরসা রাখছে পর্তুগাল শিবির। কারভালো জানিয়েছে হাঁটুর চোট সারিয়ে রোনাল্ডো এখন একশোভাগ সুস্থ। তাই শুধু পর্তুগাল শিবির বা সমর্থকরাই নয়, সোমবার জার্মানির বিরুদ্ধে এখন রোনাল্ডো জাদুর অপেক্ষায় তাকিয়ে তামাম বিশ্ববাসী।

First Published: Saturday, June 14, 2014, 09:25


comments powered by Disqus