Last Updated: Wednesday, March 19, 2014, 18:09
বিশ্বের সেরা অন্তর্বাস মডেলের সার্টিফিকেট পেলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম। ডিজাইনার টমি হিলফিগারের মতে বেকহ্যামই পৃথিবীর সেরা অন্তর্বাস মডেল। হিলফিগার বলেন, "আমি অনেক রকম অন্তর্বাস মডেল দেখেছি। কিন্তু আমরা সকলেই চাই আমাদের যেন ডেভিড বেকহ্যামের মতো দেখতে লাগে। বেকহ্যামকে দেখলে শতাব্দীর সেরা অন্তর্বাস মডেল মনে হয়।"