Last Updated: March 10, 2014 22:59

মাঠের মতই মাঠের বাইরেও কাঁপাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কয়েকদিন আগে মেসিকে হারিয়ে বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার। এবার বেকহ্যামকে পেছনে ফেলে বিশ্বের ধনী ফুটবলার হলেন সি আর সেভেন।
রোনাল্ডোর নামের পাশে একশো বাইশ মিলিয়ান পাউন্ডের সম্পত্তি। সম্প্রতি একটি বহুজাতিক সংস্থার সঙ্গে ছিয়াত্তর মিলিয়ান পাউন্ডের চুক্তি করেছেন পর্তুগিজ তারকা। রোনাল্ডোর পরেই আছেন মাঠে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তাঁর সম্পত্তির পরিমাণ একশো কুড়ি দশমিক পাঁচ মিলিয়ান পাউন্ড। সত্তর মিলিয়ান পাউন্ড সম্পত্তি নিয়ে তৃতীয় স্থানে আছেন স্যামুয়েল এটো। তালিকায় একমাত্র ব্রিটিশ ফুটবালর হিসাবে আছেন ওয়েন রুনি। সম্প্রতি ম্যান ইউয়ের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন তারকা এই স্ট্রাইকার। উনসত্তর মিলিয়ান পাউন্ড সম্পত্তি নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন ওয়েন রুনি।
First Published: Monday, March 10, 2014, 22:59