Last Updated: March 1, 2013 16:03

দিওয়ালি যদি শাহরুখের হয়, ইদ তাহলে সলমনের। দু`দশক ধরে বলিউডে চলে আসছে এই ইতিহাস। তবে এবার বোধহয় একটু অন্যরকম ইদ দেখবে বলিউড। দৌড়ে নেই সলমন। শাহরুখ, অক্ষয় আর সানি। একশো কোটির ইঁদুর দৌড়ে একে অপরের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছেন।
শাহরুখের `চেন্নাই এক্সপ্রেস`, অক্ষয়ের `ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই টু` ও সানি দেওলের `সিং সাহেব দ্য গ্রেট উইল` মুক্তি পাচ্ছে ইদে। অন্যদিকে হৃতিকের `কৃশ থ্রি` মুক্তি পাচ্ছে দিওয়ালিতে। ইদে শাহরুখের ছবি মুক্তি পেলেও `ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই টু` নিয়ে চিন্তিত নন পরিচালক মিলন লুথারিয়া। তবে কপালে ভাঁজ পড়েছে বর্ষীয়ান অমোদ মেহরার। তাঁর বক্তব্য, "এক দিনে অনেক বড় বাজেটের ছবির মুক্তি ব্যবসায়ে বড় রকমের প্রভাব ফেলে। সেইসব দিন চলে গেছে যখন একসঙ্গে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলত। এখন মাল্টিপ্লেক্স পুরো ব্যবসার নিয়ম বদলে দিয়েছে। একসঙ্গে মুক্তি পাওয়া প্রতিটা ছবির অন্তত ২৫ শতাংশ ক্ষতি হবে।"
First Published: Friday, March 1, 2013, 16:03