Last Updated: March 11, 2013 18:28

রাজস্ব আদায় বাড়াতে শেষ পর্যন্ত কর বাড়ানোর পথেই এগোল রাজ্য সরকার। বিধানসভায় আজ রাজ্যবাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাজেটে মূল্যযুক্ত কর বা ভ্যাটের সর্বোচ্চ ও সর্বনিম্ন হার এক শতাংশ করে বাড়ানো হয়েছে। যার জেরে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা।
পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে গ্রামোন্নয়ন খাতে বরাদ্দ হয়েছে ২,২৯০ কোটি টাকা। এছাড়াও এম্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত আছে, এমন একলক্ষ বেকারকে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আগামী অর্থবর্ষে মোট আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার কোটি টাকা। যার মধ্যে, করবাবদ আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় চল্লিশ হাজার কোটি টাকা রাখা হয়েছে।
বিধানসভায় আজ আট কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
First Published: Monday, March 11, 2013, 19:43