Last Updated: Monday, April 7, 2014, 17:56
কখনও একা পা এগিয়ে মোদীর কাছাকাছি যেতে চেষ্টা করেছেন, আবার ধাক্কা খেয়ে দু পা পিছিয়ে মোদীরই জোর সমালোচনা করেছেন। সরাসরি ভোটে লড়ছেন না, কিন্তু নিজের হাতে পাওয়ারের ক্ষমতার চাবিকাঠিটা রাখতে চান। মহারাষ্ট্রে কংগ্রেসের খারাপ হালের মাঝে ইউপিএ-এর লণ্ঠন হয়ে দাঁড়িয়ে আছেন।