যশজির জন্যই আমি আজ বলিউডে: ঐশ্বর্য

যশজির জন্যই আমি আজ বলিউডে: ঐশ্বর্য

যশজির জন্যই আমি আজ বলিউডে: ঐশ্বর্যযশ চোপড়ার শোকে এখনও মূহ্যমান বলিউড। দিওয়ালির সন্ধ্যায় বলিউড এক মঞ্চে পেয়েছিল তাঁর সব নায়িকাদের। শুধুমাত্র তাঁর জন্যই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে পেরেছেন সে কথা স্বীকারও করেছেন অনেকে। এবারে তাঁর কৃতজ্ঞতা জানালেন ঐশ্বয রাই বচ্চন।

বুধবার একটি এনজিও ম্যাজিক বাস আয়োজিত শিশু দিবসের অনুষ্ঠানে এসে অ্যাশ বলেন, "যশজি আমার কাছে খুব স্পেশ্যাল। ওনার জন্যই আজ আমি এখানে রয়েছি। ইন্ডাস্ট্রিতে আসার আগে দুবছর ধরে আমাকে অভিনয়ে আসতে রাজি করিয়েছিলেন যশজি। উনি সবসময় আমার সঙ্গে মজা করতেন। বলতেন, তুমি আর্কিটেক্ট হও। আমার ছবির সেট ডিজাইন করবে। তাহলে নিশ্চয়ই ক্যামেরার সামনে আসতে পারবে। আমি ব্যবস্থা করে দেব। আমার পরিবারের সঙ্গেও যশজির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আমার বিয়ের পর থেকে উনি বলতেন, অব তো তুম বহু বন গয়ি হো। বুঝতেই পারছেন কতটা ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের"।

যশরাজ ফিল্মসের সঙ্গে `মহব্বতেঁ`, `ধুম টু`তে অভিনয় করেছেন ঐশর্য। `বান্টি অওর বাবলি` ছবির সুপারহিট কজরা রে গানেও নেচেছিলেন ঐশ্বর্য।





First Published: Thursday, November 15, 2012, 16:47


comments powered by Disqus