Last Updated: November 27, 2012 12:19

আর কিছুদিন পরেই গাঁটছড়া বাঁধবেন বলিউডের লেডি খান। বিয়ের খবর আসার পর থেকেই শুরু হয়ে গেছে নানাবিধ ফিসফাস। তার মধ্যেই এসে চলেছে একের পর এক চমক। এবারে খবর মুম্বইতে নয়। নিজের শহর চেন্নাইতেই নাকি বিয়ের রিসেপশন হবে বিদ্যার।
আগামী ১৪ ডিসেম্বর বিদ্যার বিয়ে। ১১ তারিখ হবে সঙ্গীত। এতোদিন শোনা যাচ্ছিল বিয়ের পর মুম্বইতে হবে গ্র্যান্ড রিসেপশন। তবে বিয়ের দিন এগিয়ে আসতেই খবর মায়ানগরীর বদলে চেন্নাইতেই প্রীতি নৈশভোজের আয়োজন করছেন বিদ্যা-সিদ্ধার্থ। তার আগে তামিল রীতি মেনে বিয়ে। তবে কি খবর ছড়িয়ে পড়তেই বিয়ের মতোই রিসেপশনও চুপিচুপি সেরে ফেলতে চলছেন বিদ্যা?
অনুষ্ঠান যেখানেই হোক একেবারে খাঁটি ভারতীয় চেন্নাই সিল্ক আর ভারী সোনার গয়নায় সেজেই বিয়ের পিঁড়িতে বসবেন বিদ্যা। আপাতত যুদ্ধকালীন তত্পরতায় নিজেহাতে সেই শাড়ি তৈরি করছেন সব্যসাচি। টানা দুবছর সম্পর্কের পর ইউটিভি ডিজনির সিইও সিদ্ধার্থ রয় কপুরকে বিয়ে করছেন বিদ্যা।
First Published: Tuesday, November 27, 2012, 12:19