Last Updated: January 14, 2014 11:55

ব্যালন ডি ’ওর -এর খেতাব জিতে কাঁদছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমন একটা ঘটনা দেখতে ইউ টিউব, ফেসবুকে এখন লোকেলোকারণ্য। অনেকেই বলছেন, রোনাল্ডোর মত একজন যে এভাবে কাঁদতে পারে তা ভাবতি পারিনি। (নিচে দেখুন রোনাল্ডোর সেই কান্নার ভিডিও)
মেসির দেশের ক্লাব ফুটবলের এক ফুটবলার আবার বললেন, সিআর সেভন-এর কান্না দেখে আমারও চোখে জল আসছে। নিজের কান্না প্রসঙ্গে রোনাল্ডো বললেন, পুরস্কার নিতে বুঝতে পারিনি কেঁদে ফেলব। আমি অত কাঁদি না। আসলে কাল যেমন কাঁদলাম এতটা প্রথম প্রেমে ব্যর্থ হয়েও কাঁদিনি।
রোনাল্ডোর মতই প্রি দ্য অনার এর পুরস্কার নিতে এসেও কেঁদে ফেলেন পেলেও৷ এদিকে দ্বিতীয় হওয়ার পর মেসির বলেন, "আমি ব্যালন ডি ’ওর জিততে পারি বা না পারি , আমার কাছে জীবনটা একই রকম থাকবে৷" সঙ্গে মেসি বলেন, ‘চারটে ব্যালন ডি ’ওর -ই ফেরত দিতে রাজি৷ বার্সেলোনার জন্য সব কিছু করতে তৈরি৷ ’
গতকালের এই অনুষ্ঠানের সংযোজনার দায়িত্বে ছিলেন রুড গুলিত এবং ফের্নান্দা লিমা৷ সেরা কোচের জন্য মনোনয়ন থাকলেও আসেননি স্যর অ্যালেক্স ফার্গুসন৷
এক নজরে ফিফার বর্ষসেরারা---
ছেলেদের সেরা : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
মেয়েদের সেরা : নাদিন অ্যাঙ্গেরার
ছেলেদের সেরা কোচ : জাপ হাইঙ্কেস (বায়ার্ন মিউনিখ )
মেয়েদের সেরা কোচ : সিলভিয়া নেইড (জার্মানি )
সেরা গোল : ইব্রাহিমোভিচ
২০১৩ -র সেরা একাদশ : ম্যানুয়েল নুয়ের , দানি আলভেস , থিয়াগো সিলভা , সার্জিও রামোস , ফিলিপ লাম , আন্দ্রে ইনিয়েস্তা , জাভি , ফ্র্যাঙ্ক রিবেরি , ইব্রাহিমোভিচ , লিওনেল মেসি , ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
First Published: Tuesday, January 14, 2014, 12:00