Explosion at petrol pump in Delhi as car drives off with nozzle plugged

দিল্লির পেট্রোল পাম্পে বিস্ফোরণ

দিল্লির পেট্রোল পাম্পে বিস্ফোরণ। রবিবার নয়াদিল্লির বসন্ত কুঞ্জের একটি পেট্রোল পাম্পে আচমকাই আগুন লেগে যায়। তারপরই ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনায় ২জন আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

ওই পেট্রোল পাম্পটিতে তেল ভরতে আসা একটি গাড়ি থেকে আগুন লেগেছে বলে দমকলের তরফে জানানো হয়েছে। আহতরা দু`জনের পাম্প কর্মী। আহতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশকিছুক্ষণ আগুন জ্বলার পর দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।



First Published: Sunday, July 13, 2014, 17:06


comments powered by Disqus