বছরের শেষেই দেশ পেতে চলেছে মোদীর স্বপ্নের হাইস্পিড ট্রেন

বছরের শেষেই দেশ পেতে চলেছে মোদীর স্বপ্নের হাইস্পিড ট্রেন

বছরের শেষেই দেশ পেতে চলেছে মোদীর স্বপ্নের হাইস্পিড ট্রেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই স্পিড ট্রেনের স্বপ্ন খুব শীর্ঘই বাস্তবায়িত হতে চলেছে। ঘণ্টায় দুশো কিলোমিটার পথ অতিক্রম করবে এই ট্রেন। এই বছরের শেষেই যাতে দুরন্ত গতিতে এই ট্রেন ছুটতে পারে তার জন্য তড়িঘড়ি কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

এবছরের রেল বাজেটেই কেন্দ্রীয় রেলমন্ত্রী সদানন্দ গপ্রধানমন্ত্রীর স্বপ্নের হাইস্পিড ট্রেনের কথা ঘোষণা করেন। তাঁর এই ঘোষণা দেশের একশও পঁচিশ কোটি জনসাধারণের মনে জাগিয়েছে আশার আলো। আর নরেন্দ্র মোদী এবং দেশবাসীর স্বপ্নকে বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্রে জানা গেছে, এই বছরের শেষে অর্থাত্‍ ডিসেম্বর নাগাদ হাই স্পীড ট্রেন তৈরি হয়ে যাবে লাইনে ঝড় তোলার জন্য। আপাতত দিল্লি - আগ্রা এবং দিল্লি-চণ্ডীগড় এই দুটি ট্রেন দিয়েই শুরু হবে যাত্রা।

তবে হাইস্পিড ট্রেনের বাস্তবায়নের ক্ষেত্রে দেখা দিচ্ছে বেশ কয়েকটি সমস্যা।

ট্র্যাকের দুটো দিকের ফেনসিংয়ে সমস্যা।
মানব চালিত রেলওয়ে ক্রসিংয়ের সমস্যা।
উচ্চ ক্ষমতা সম্পন্ন রেল ইঞ্জিনের সমস্যা।
সমস্যা রয়েছে উন্নত মানের সিগনালিং ব্যবস্থারও।

তবে এই সব সমস্যা দূর করে দিল্লি আগ্রা রুটের কাজ অনেকটাই এগিয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। শুধু তাই নয়, হাইস্পীড ট্রেনের উপযুক্ত ইঞ্জিনও তৈরি করা হচ্ছে। আপাতত ফেনসিং এবং রেলওয়ে ক্রসিংয়ের সমস্যা কাটিয়ে ওঠাই রেলের সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। এরজন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা প্রয়োজন বলে রেল সূত্রে জানানো হয়েছে। প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে রেলওয়ে পিসইউ বা পিপিপি মডেলের সাহায্য নিতে হতে পারে।

এই বছরের শেষেই সাধারণ মানুষ হাইস্পীড ট্রেনে সফর করতে পারবেন বলেই আশা করা হচ্ছে।

First Published: Wednesday, July 16, 2014, 12:16


comments powered by Disqus