Last Updated: Thursday, June 19, 2014, 19:49
বিশ্বকাপের ব্রাজিল-মেক্সিকো ম্যাচের প্রথম অর্ধের খেলা মাঠে বসে দেখতে পেলেন না কিংবদন্তী ফুটবলার পেলে। সাওপাওলেতে ট্রাফিক জ্যামের জন্য নির্দিষ্ট সময়ে মাঠে পৌছতে পারেননি তিনি। গাড়িতে বসে রেডিওতে প্রথমার্ধের খেলার ধারাভাষ্য শুনে দুধের স্বাদ ঘোলে মেটাতে হল পেলেকে।