Last Updated: Friday, June 27, 2014, 09:42
বিশ্বকাপ জ্বর পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে পৌছে গেল মহাকাশেও। ব্রাজিলের মাটিতে যখন জার্মানি-ইউএসএ যুদ্ধ চলছে, ঠিক সেই সময়েই দুই দেশ মুখোমুখি হয়েছিল আরেক মহাযুদ্ধে। তবে তা ব্রাজিলে নয়। মহাকাশে চলল জার্মানি-ইউএসএ-র মধ্যে লড়াই। লড়লেন দুদেশের মহাকাশচারীরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রকাশ করা একটি ভিডিও-তে উঠে এসেছে সেই সমস্ত মুহুর্তের ছবি।