Last Updated: Sunday, February 17, 2013, 19:11
শিক্ষা ও স্বাস্থ্য, এই দুই ক্ষেত্রে বৈষম্য, অবিচার দূর করতে কর্মচারী সংগঠনগুলিকে আরও বেশি করে উদ্যোগী হতে পরামর্শ দিলেন অমর্ত্য সেন। শনিবার রিজার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কলকাতার ৯০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করতে শহরে এসেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। শুধুমাত্র শ্রমজীবী মানুষের জন্য আন্দোলন নয়, শিক্ষা ও স্বাস্থ্যের মতো সমাজের বিভিন্ন মৌলিক সমস্যার সঙ্গেও ট্রেড ইউনিয়ন আন্দোলনকে যুক্ত হতে পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমার্ত্য সেন।