Last Updated: Monday, March 4, 2013, 21:42
বাংলা ছবি পেতে চলেছে প্রথম বিদেশি আইটেম গার্ল। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের আগামী ছবি নায়িকা সংবাদে আইটেম নম্বরে দেখা যাবে ইরাকি মডেল হাসিন জাহানকে। এলার চার অধ্যায়, কাঁটাতার, হাইজফুল, কাগজের বউয়ের মতো ছবির পরিচালকের ছবিতে আইটেম নম্বরের খবর শুনে অবাক হয়েছেন অনেকেই।