Last Updated: Saturday, November 30, 2013, 16:28
সারদা-কাণ্ডে সরকারের ভূমিকার প্রতিবাদে আজ বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখাবে এসএফআই এবং ডিওয়াইএফআই। সারদার সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ এবং কুণাল ঘোষ যাঁদের নাম বলেছেন, তাঁদের জিজ্ঞাসাবাদের দাবি জানাবেন বাম ছাত্র-যুবরা। একইসঙ্গে, গত বৃহস্পতিবার বিধাননগর কমিশনারেটে স্মারকলিপি দিতে গিয়ে পুলিসের বিরুদ্ধে বিশিষ্ট ব্যক্তিদের হেনস্থার যে অভিযোগ উঠেছে তারও প্রতিবাদ জানাবে এসএফআই এবং ডিওয়াইএফআই। বিধানগর কমিশনারেটে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি সভা ও মিছিল করবেন তাঁরা। বাম ছাত্র-যুবদের কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিধাননগর কমিশনারেট চত্ত্বর।