Last Updated: Thursday, June 6, 2013, 19:18
গার্ডেনরিচকাণ্ডে জামিন পেলেন মোক্তার। জামিনের নির্দেশ দিল আলিপুর আদালত। দশ হাজার টাকার বন্ডে জামিন পেলেন এই কংগ্রেস নেতা। গ্রেফতারের একশো দিন পর তাঁর জামিন মিলল। এদিন মোক্তারের পাশপাশি, গার্ডেনরিচকাণ্ডে অভিযুক্ত আরও ৬ জনের জামিন মঞ্জুর করে আদালত৷ এরা হলেন,আব্দুল রহমান, মহম্মদ রফিক, শাকিল আহমেদ, তাবরেজ আলম, গোলাম মোস্তাফা ও মহম্মদ মুস্তাক৷