Last Updated: Monday, October 3, 2011, 20:09
চিকিত্সাশাস্ত্রে নোবেল পেলেন আমেরিকার ব্রুস বিউটলার, ফরাসি
বিজ্ঞানী জুল অফমান এবং কানাডার র্যাল্ফ স্টিনমান। স্টকহোমের
ক্যারোলিনস্কা ইন্সটিটিউটে নোবেল কমিটির পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়।
মানবদেহের প্রতিরোধ ক্ষমতা নিয়ে অসামান্য
অবদানের জন্যই এ বছর ওই তিন বিজ্ঞানীকে নোবেল দেওয়া হল
বলে জানিয়েছে নোবেল কমিটি।