Last Updated: Saturday, May 11, 2013, 18:28
সংস্থার শিক্ষিত কর্মীদের বিশ্বাসঘাতকতাই সারদা সাম্রাজ্যের পতনের কারণ। গোয়েন্দাদের কাছে জেরায় এমনই জানিয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। পাশপাশি, রাজ্যে মিডিয়া টাইকুন হওয়ার সাধই যে তাঁকে ডুবিয়েছে, তাও স্বীকার করেছেন সারদা কর্তা।
সারদা কর্তা সুদীপ্ত সেনকে জেরায় প্রতিদিনই সামনে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। রাজ্য ছেড়ে পালানোর পর সুদীপ্ত সেন জানতে পারেন মিডল্যান্ড পার্কের অফিসের সামনে আমানতকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন। সারদার আধিকারিকের সেনস্যার জানান তিনি ফিরে এসে সব ঠিক করে দেবেন। সুদীপ্তকে জেরা করে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে প্রায় পাঁচশো বিঘা জমির হদিস পেয়েছেন গোয়েন্দারা।