Last Updated: Sunday, October 14, 2012, 09:54
উত্তরপ্রদেশে যুবরাজ যা পারেননি, মুর্শিদাবাদে তাই করে দেখালেন অধীর চৌধুরী। দেশজুড়ে তীব্র কংগ্রেস বিরোধী হাওয়াতেও জঙ্গিপুরের আসন থাকল কংগ্রেসের দখলেই। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, এটা সম্ভব হয়েছে অধীর ম্যাজিকের কারণেই। এবার ভোটেও কিভাবে কাজ করল অধীর ম্যাজিক ? ১ লক্ষ ২৮ হাজার ভোটের জয় একধাক্কায় ২ হাজার ৫৩৬ ভোটে নেমে এল। ১ লক্ষ ২৫ হাজার ভোট কমা নিঃসন্দেহে কংগ্রেসের কাছে বড় ধাক্কা। অথবা বামেদের বড় সাফল্য। রাজনৈতিক মহলে গুঞ্জন, আর একটু হলেই হেরে যেতে বসেছিল কংগ্রেস।