Last Updated: Monday, November 19, 2012, 23:31
ডন, অগ্নিপথ, জঞ্জির। একটাই কমন ফ্যাক্টর অমিতাভ বচ্চন। আর রিমেকে? সেখানেও তিনটির কমন ফ্যাক্টর একটাই। প্রিয়াঙ্কা চোপড়া। ডন, অগ্নিপথের পর এবার জঞ্জিরের রিমেক আসতে চলেছে বলিউডে। আর বিগ বি-র ছবির রিমেক মানেই যেন প্রিয়াঙ্কাকেই মনে ধরে পরিচালকদের। তবে তাই নিয়ে ব্যাপক শঙ্কায় ভুগছেন ফারহান আখাতার।