Last Updated: Monday, February 11, 2013, 19:02
কী বলো কী ঘোষ! আমাদের অ্যাড এজেন্সির ৫০ বছরের গ্রান্ড সেলিব্রেশনের এত বড় পার্টি, বলিউডের হিরো আসছে, তাতে তুমি থাকবে না! তাছাড়া তোমার জীবনের এতগুলো বসন্ত কেটে গেল, কিন্তু সেই অতি দামী মণিটাকে মানে তোমার জীবনসঙ্গিনীকে তো কেউই দেখলই না। কোনও পার্টি, কোনও অনুষ্ঠান বাড়ি কিছুতেই তো নিয়ে এলে না। এবার গ্র্যান্ডসেলিব্রেশন অন্তত তাকে নিয়ে এসো।