Last Updated: Thursday, June 19, 2014, 19:27
উত্তর চব্বিশ পরগনার কামদুনির পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর। ফের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। টিউশন থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে তিনজন যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে ওই ছাত্রীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।