Last Updated: Friday, June 21, 2013, 20:56
কামদুনি, গেদে, গাইঘাটা...রাজ্যে ঘটে চলা একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে আজ মিছিলে পা মেলান হাজার হাজার মানুষ। বিশিষ্টজনদের সঙ্গে একই মিছিলে হাঁটলেন কামদুনি, গেদে, গাইঘাটার মানুষেরা। সেই মিছিল থেকেই প্রতিবাদের সুর গর্জে উঠল বিশিষ্টজনেদের গলায়। কে কী বললেন:-