Last Updated: Tuesday, October 22, 2013, 21:36
কংগ্রেসকে বাদ রেখেই এবার সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চ গড়ার উদ্যোগ নিল বামেরা। ৩০ অক্টোবর দিল্লিতে সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশন ডাকা হয়েছে। চারটি বাম দল ছাড়াও কনভেনশনে অংশ নিচ্ছেন নীতিশ কুমার, নবীন পট্টনায়ক, মুলায়ম সিং, জয়ললিতার দল। রাজনৈতিক দলগুলি ছাড়াও এই মঞ্চে উপস্থিত হচ্ছেন শ্যাম বেনেগাল এবং মল্লিকা সারাভাইয়ের মতো বুদ্ধিজীবীরা।