Last Updated: Friday, February 22, 2013, 19:48
এরাজ্যে এইমস-এর ধাঁচে হাসপাতাল গড়া নিয়ে কংগ্রেসের সঙ্গে সংঘাত জিইয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্বাস্থ্যভবনে তিনি ঘোষণা করেন, জমি নেই, তাই রায়গঞ্জে এইমস হবে না। নীতিগত কারণেই জমি অধিগ্রহণ করে তাঁর পক্ষে রায়গঞ্জে হাসপাতাল গড়া সম্ভব নয় বলে জানান তিনি। তবে রায়গঞ্জের বদলে কল্যাণী, গঙ্গারামপুর, শিলিগুড়ি বা অন্য কোথাও এইমস হতেই পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে এ রাজ্যে এইমস রায়গঞ্জেই হবে বলে ঘোষণা করেন সেনিয়া গান্ধী। আজকের ঘোষণায় সোনিয়া গান্ধীর মতকেও খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী।