Last Updated: Thursday, April 10, 2014, 16:54
ভোটগ্রহণ চলছে দিল্লি(৭টি সিট), হরিয়ানা(১০টি সিট), কেরল(২০টি সিট), পশ্চিম উত্তপ প্রদেশ(১০টি সিট), বিহার(৬টি সিট), ওড়িশা(১০টি সিট), মহারাষ্ট্র(১০টি সিট), ঝাড়খণ্ড(৪টি সিট), মধ্যপ্রদেশ(৯টি সিট) ও ছত্তিসগড়, চণ্ডীগড়, আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ, লাক্ষাদীপ এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে।