Last Updated: Tuesday, July 9, 2013, 13:21
মৃত্যুর আগে টানা ন`বছর পাকিস্তানেই ছিলেন ওসামা বিন লাদেন। কিন্তু তাঁর টিকি ছুঁতে পারেনি তদানীন্তন পাক সরকার। পাকিস্তানের সরকারি তদন্তেই এই ঘটনা উঠে এসেছে। অ্যাবটাবাদের কমিশনের রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে। শুধু তাই নয় এই ঘটনার জন্য পাকিস্তান সরকারের সমস্ত বিভাগকেই অপদার্থ বলা হয়েছে ওই রিপোর্টে। সোমবার ৩৩৬ পাতার এই রিপোর্টের কপি আল জাজিরা ফাঁস করায় বিশ্ব জুড়ে এই নিয়ে হৈচৈ পড়ে গেছে।