Last Updated: Friday, December 13, 2013, 09:59
চব্বিশ ঘণ্টার খবরের জের। গ্রেফতার হলেন অনামীর বাবা শিবশঙ্কর দাস ও দাদা বাপি দাস। গতকাল শেওড়াফুলি বাজার থেকে ২ জনকে আটক করে পুলিস। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর দু`জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে তোলা হবে। রাতে তাদের শেওড়াফুলি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।