Last Updated: Wednesday, July 3, 2013, 11:42
ফের বাস ভাড়ার দাবিতে বাস মালিকরা একজোট। বুধবার মহাকরণে পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠক বসলেন বাস মালিকদের সবকটি সংগঠনের প্রতিনিধিরা। বিগত ৯ মাসে ৮ বার জ্বালানির দাম বেড়েছে, তাই আর চলতি ভাড়ায় বাস চালানো সম্ভব নয় বলে দাবি বাসি মালিকদের। শেষ বার বাস ভাড়া বেড়েছিল গত বছর অক্টোবর মাসে।