Last Updated: Thursday, March 7, 2013, 11:33
আবার গণধর্ষণ রাজধানীর উপকণ্ঠে। দিল্লি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, গাজিয়াবাদে, ১৯ বছরের এক তরুণীর গণধর্ষণের অভিযোগ উঠল। সোমবার, দ্বাদশ শেণির এই ছাত্রী সন্ধে সাড়ে ৮টা নাগাদ গাজিয়াবাদের ইন্দিরাপুরমের কাছে অটোয় ওঠেন ওই তরুণী। অভিযোগ, এর পরেই তরুণীর মুখ বেঁধে ধর্ষণ করে তিন যুবক। তাঁকে মারধরও করা হয়। এর পর তাঁর মোবাইল ফোন, টাকা পয়সা লুঠ করে ন্যাশানাল হাইওয়েতে তরুণীকে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা।