Last Updated: Thursday, July 3, 2014, 15:23
মুম্বইয়ে মূক-বধির এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল তারই স্কুলের প্রিন্সিপাল ও এক শিক্ষকের বিরুদ্ধে। সূত্রে খবর, বুধবার দাদার পুলিস স্কুল চত্বরেই নাবালিকা ওই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্কুলের প্রিন্সিপাল, ও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিস। দুই অভিযুক্ত আগামী ৭ জুলাই অবধি পুলিস হেফাজতে থাকছে।