Last Updated: Wednesday, April 18, 2012, 22:49
আই লিগের মূলপর্বে খেলার ছাড়পত্র হাতছাড়া হওয়ার পাশাপাশি বিতর্কে জড়ালেন মহমেডানের কয়েকজন কর্তা আর ফুটবলার। ইউনাইটেড সিকিম আর মহমেডান ম্যাচের কমিশনার সুবর্ণ যে রিপোর্ট ফেডারেশনকে জমা দিয়েছেন, তাতে পরিষ্কার লেখা আছে, মহমেডানের কয়েকজন কর্তা আর ফুটবলার রেফারিকে তিরস্কার করেছেন। এমনকী, রেফারির ঘরে লাথি মারার অভিযোগও উঠেছে। রেফারির দিকে তেড়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।