Last Updated: Tuesday, November 26, 2013, 10:11
আজ আরুষি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া তলোয়ার দম্পত্তির সাজা ঘোষণা করবে সিবিআইয়ের বিশেষ আদালত। সবার একটাই প্রশ্ন, ফাঁসি হবে কি ঘাতক বাবা-মার! আদালতের চোখে নিজের মেয়েকে ঠাণ্ডা মাথায় খুন করাটা বিরল থেকে বিরলতম অপরাধ হিসাবে গন্য হয় কিনা তার ওপরেই নির্ভর করছে রাজেশ তালোয়ার ও নূপুর তলোয়ারের ভাগ্য।