Last Updated: Monday, December 19, 2011, 11:22
আশি ও নব্বইয়ের দশকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতার আইকন হিসেবে ফিদেল কাস্ত্রো, মুয়াম্মর গদ্দাফির সঙ্গে একই সারিতে উচ্চারিত হত তাঁর নাম। কিন্তু পিয়ং ইয়ং-এর প্রধান পৃষ্ঠপোষক চিন উদার অর্থনীতির স্রোতে সামিল হওয়ার পর কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন তিনি।