Last Updated: Sunday, January 26, 2014, 09:56
বাঙালির শিল্পকলা ও বিজ্ঞান সাধনায় ফের উজ্জল উপস্থিতি এবারের পদ্মশ্রী সম্মানে। পদ্মশ্রী পেয়েছেন দুই কিংবদন্তি নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় এ সুপ্রিয়া দেবী। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত, ভাবা পরমানু কেন্দ্রের প্রধান শেখর বসু। আছেন চিত্রকর সুনীল দাস, পরেশ মাইতি ও ভাস্কর বিমানবিহারী দাসও।