Last Updated: Thursday, September 29, 2011, 14:30
পেন্টাগন, ক্যাপিটল হিলে হামলার চক্রান্ত ফাঁস করল এফবিআই । মার্কিন সামরিক ঘাঁটি পেন্টাগন এবং ক্যাপিটল হিলে হামলা চালাতে পারে এই সন্দেহে বস্টন থেকে এক যুবককে গ্রেফতার করল মার্কিন গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম রিজওয়ান ফিরদৌস। গোয়েন্দাদের দাবি, দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই বিমানের সাহায্যে হামলার ছক কষেছিল রেজওয়ান। জিপিএস-এর সাহায্যে সি ফোর প্লাসটিক বিস্ফোরক নিয়ে হামলা চালাত বিমানগুলি।